Posts

স্যামসাং গ্যালাক্সি নোট 11 এর দাম কত | Samsung Galaxy Note 11 price in Bangladesh

You have to wait 07 seconds.




স্যামসাং গ্যালাক্সি নোট 11


বর্তমান বিশ্ব samsung মোবাইল কোম্পানি অন্যতম জনপ্রিয় মোবাইল কোম্পানির একটি। এই কোম্পানির প্রায় সব ফোনের অপারেটিং সিস্টেমের ডিজাইন গুগল দ্বারা সম্পন্ন। samsung কোম্পানির মোবাইল ফোনগুলো মূলত বহূ প্রচলিত ও ব্যবহৃত। এই ফোনগুলো বিভিন্ন দামের হয়ে থাকে যাতে সব শ্রেণির ব্যবহারকারীরা এই স্মার্ট ফোনগুলো ব্যবহার করতে পারে। এই কোম্পানির মোবাইলগুলো অনেক টেকসই ও ব্যবহারের জন্য  উপযুক্ত। এই মোবাইল ফোনগুলো বিশ্বের যেকোন দেশ থেকে ক্রয় করা সম্ভব। আজ আমরা samsung ব্র‍্যান্ডের একটি পুরাতন ফোন samsung galaxy note 11 সম্পর্কে জানব। এখান থেকে আপনারা এই ফোনের সকল তথ্য সম্পর্কে অবগত হবেন। 


Samsung Galaxy note 11 price in Bangladesh
Samsung Galaxy note 11 price in Bangladesh 


Visit official website : Samsung

samsung galaxy note 11 সম্পূর্ণ স্পেসিফিকেশন


samsung galaxy note 11 ফোনটি samsung ব্র‍্যান্ডের পুরাতন ফোনগুলোর একটি। এর স্পেসিফিকেশন পুরাতন ফোনগুলোর মধ্যে ভাল এবং অন্যতম সেরা মোবাইল এর মধ্যে একটি ছিল। এর স্পেসিফিকেশন অর্থাৎ, এর ram, rom ইত্যাদি। এই ফোন সম্পর্কে আরও জানতে নিচে দেওয়া তথ্যগুলো পড়ুন।


samsung galaxy note 11 ফোনটি প্রথম রিলিজ হয় অক্টোবর এপ্রিল ২০২০।


কালার

ফোনটি বিভিন্ন রং এর পাওয়া যাবে সেগুলো হল প্রিজম সাদা, প্রিজম কালো, প্রিজম সবুজ, প্রিজম নীল, ফ্লেমিংগ গোলাপি। 


নেটওয়ার্ক

এই ফোনে ৩ জি, ৪ জি নেটওয়ার্ক এর সুবিধা পাওয়া যাবে সাথে ২ জি সিমও ব্যবহার করা যাবে। সর্বোচ্চ নেটওয়ার্ক এর গতি ১৫০ Mbps এ চলানো সম্ভব। 


ডিসপ্লে

ডিসপ্লে হিসেবে থাকছে ডাইনামিক amoled touchscreen। ডিসপ্লের আকার ৬.৩ ইঞ্চি। ডিসপ্লে রেজুলেশন ১০৮০ × ২২৮০ পিক্সেল। এতে আর থাকছে মাল্টি টার্চ এর সুবিধা।


ক্যামেরা

প্রাথমিক ক্যামেরা হিসেবে থাকছে ১৬ + ১২ + ১২ মেগাপিক্সেল এর মোট তিনটি ক্যামেরা। সাথে থাকছে ১০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এই ক্যামেরাগুলো দ্বারা ২১৬০ পিক্সেল ও ৬০ fps ভিডিও ধারণ করা সম্ভব। 


ব্যাটারি

samsung galaxy note 11 এর ব্যাটারির ধরন হচ্ছে লাই-লন এবং ধারন ক্ষমতা হল ৩৫০০ aMh।


পারফরমেন্স

এই ফোনের অপারেটিং সিস্টেম হল Android 9.0। জিপিউ হল মালি-জি৭৬ এবং চিপসেট হিসেবে থাকছে এক্সিনোস ৯৮২৫। 


স্টোরেজ

ইন্টারনাল মেমোরি দেওয়া হয়েছে ২৫৬ জিবি ও ৫১২ জিবি। আর এর র‍্যাম হল ৮ জিবি।


সাউন্ড

এতে audio, loudspeaker এবং সাথে থাকছে ৩.৫ মিলিমিটার জ্যাক।


কানেক্টিভিটি

এর কানেক্টিভিটি যেসব সুবিধা থাকছে তা হল ওয়াইফাই ৮০২, ব্লুটুথ ৫.০, ইউএসবি ৩.১ ( টাইপ - সি কানেক্টর ) ও জিপিএস।


স্যামসাং গ্যালাক্সি নোট 11 এর দাম কত | Samsung Galaxy Note 11 price in Bangladesh

বাংলাদেশে এই ফোনটির অফিসিয়াল দাম হতে পারে ৯০০০০ টাকা - ১১০০০০ টাকার মধ্যে। তবুও এই ফোনটি কেনার পূর্বে তা ভালভাবে জেনে নিবেন।


উপসংহার

samsung galaxy note 11 ফোনটির স্পেসিফিকেশন থেকে ধারনা করা যায় মোবাইলটি ভাল এবং দীর্ঘ দিন ব্যবহার যোগ্য। এই ব্যান্ডের সব মোবাইলই অনেক দিন চালানো যায় ও দামগুলোও হাতের লাগালে। তাই সকল তথ্য যাচাই-বাছাই করে ফোন কিনলে ভাল মানে ফোন পাওয়া যাবে।

Post a Comment